পাবনা কামিল আলিয়া মাদরাসায় আপনাকে স্বাগত
ঐতিহ্যবাহী পাবনা আলিয়া মাদরাসাটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত। পাবনা শহরের প্রাণকেন্দ্রে ইচ্ছামতি নদীর তীরে পাবনা-ঈশ্বরদী রোডের পাশে অবস্থিত। ইতিপূর্বে ২০০০ সালে সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী মাদরাসার নাম পরিবর্তন করে রাখা হয় 'পাবনা কামিল মাদরাসা'। প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে মাদরাসাটি স্থানীয় উলামায়ে কিরামের সার্বিক সহযোগিতায় সর্বপ্রথম চাঁপা বিবি জামে মসজিদ সংলগ্ন জায়গায় শুরু হয়। পরবর্তীতে মাদরাসাটি দাখিলী মাদরাসায় (হাই মাদরাসা) উন্নীত হয়। এরপর মাদরাসাটিকে চাঁপা বিবি জামে মসজিদ সংলগ্ন জায়গা থেকে স্থানান্তরিত করে রাধানগর মৌজায় বর্তমান স্থানে প্রতিষ্ঠা করা হয়।
মাদরাসাটি অনেক সুযোগ্য সুপার ও অধ্যক্ষ দ্বারা পরিচালিত হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য মাওঃ এরশাদ আলী খান পন্নি, মাওলানা আঃ লতীফ রাজী সাহেব, মাওঃ মওলা বখশ মুর্শিদাবাদী প্রমুখ। মাওঃ মওলা বখশ মুর্শিদাবাদী’ দায়িত্বে এটি হাই মাদরাসা হিসেবে পরিচালিত হয়। তারপর ওলীয়ে কামেল ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান মাওলানা ই. এম. হাসান আলী সাহেব ১৯৬৫ সাল পর্যন্ত সুপারের দায়িত্ব পালন করেন। এরপর মাওঃ আবু নছর মুহাম্মদ হুসাইন সাহেব অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
১৯৬৬ সালে আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইসহাক সাহেব এই মাদরাসার অধ্যক্ষ ছিলেন। তিনি তার দায়িত্বপালনকালে মাদরাসাটিকে আলিম স্তরে, পরবর্তীতে ১৯৬৭ সালে ফাযিল স্তরে এবং ১৯৬৮ সালে টাইটেল (কামিল) স্তরে মাদরাসাটিকে উন্নীত করেন। ১৯৭১ সাল হতে ২০০০ সাল পর্যন্ত আলহাজ্ব মাওঃ ছদরুদ্দীন আহমাদ সাহেব অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর অব্যহতির পর থেকে আলহাজ্ব মাওঃ মুহাম্মদ আব্দুস সামাদ সাহেব অধ্যক্ষের দায়িত্ব পালন করেন| বর্তমানে মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা মুহাম্মদ আনছারুল্লাহ্।